সজীব বস্তুর সংজ্ঞা দাও ।
উত্তর: যে-সকল বস্তুর বৃদ্ধি, বিপাক, উত্তেজিতা, বিবর্তন, চলন ও গমন ইত্যাদির মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে এবং প্রজনন ক্রিয়ার মাধ্যমে বংশবিস্তার করে, তাদের সজীব বস্তু বলে।
যেমন—প্রাণী এবং উদ্ভিদ।
0 Comments