Advertisements
খনিজ পদার্থ ও আকরিক
খনিজ পদার্থ : বিভিন্ন ধাতব, অধাতব মৌল বা যৌগকে ভূগর্ভে বা ভূত্বকের ওপর বালি, মাটি, পাথরের সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, এদের খনিজ পদার্থ বা Mineral বলে।
প্রকৃতি থেকে পাওয়া নানান অজৈব খনিজের মধ্যে বিভিন্ন ভ্রাতুর যৌগগুলি প্রধান। আবার কয়েকটি ধাতু যেমন— সোনা, রুপো, প্ল্যাটিনাম ইত্যাদি সহজে রাসায়নিক বিক্রিয়া না-করায় এদের প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া যায়।
জৈব খনিজ পদার্থগুলি সাধারণত জীবাশ্ম জ্বালানি নামে পরিচিত। যেমন— কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ।
* আকরিক যে-পদ্ধতিতে খনিজ পদার্থ থেকে বিভিন্ন ধাতু বা অধাতুর মিশ্রণ থেকে বিশুদ্ধ ধাতুকে পাওয়া সম্ভব, তাকে বলে ধাতু নিষ্কাশন।
যে-খনিজ পদার্থ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বের করে নেওয়া হয়, তাকে ধাতুর আকরিক বলে।

0 Comments