Advertisements
মৌলিক অণু কাকে বলে ? উদাহরণ দাও ।
যেসব অণু একই মৌলের সমান ধর্ম ও ওজনযুক্ত এক বা একাধিক পরমাণু দিয়ে গঠিত, তাকে মৌলিক অণু বলে৷ উদাহরণ :( নাইট্রোজেনের অণু 2টি পরমাণু দিয়ে গঠিত—একটি মৌলিক অণু N,, হিলিয়ামের অণু 1টি পরমাণু দিয়ে গঠিত—He।
1 Comments
উপকৃত
ReplyDelete