Advertisements
মায়ানমারের প্রধান শিল্পগুলি ও শিল্পকেন্দ্রের উল্লেখ কর।
উত্তর: কয়লার অভাবেব্রহ্মদেশে বৃহদায়তন শিল্প গড়ে ওঠেনি। চাল-কল, করাত-কল, তল-শােধনাগার, সিমেন্ট কারখানা, চুরুট ও দেশলাইয়ের কারখানা, চিনি কল এই দেশের প্রধান শিল্প। সম্প্রতি এখানে লৌহ ও ইস্পাত কারখানা, কার্পাস বয়ন শিল্প ও পাটকল স্থাপিত হয়েছে। মােটর গাড়ীর টায়ার, রং, প্লাইউড প্রভৃতি এই দেশের অন্যান্য শিল্পজাত দ্রব্য।
উল্লেখযােগ্য শিল্পকেন্দ্র : ইয়াঙ্গন (রেঙ্গুন), মান্দালয়, আকিয়াব, মৌলমেন, মিইনসিয়ান, থায়েটমিও, সিরিয়াম, নামটু প্রভৃতি এই দেশের উল্লেখযােগ্য শিল্পকেন্দ্র। নানা রকম কুটিরশিল্প ও হস্তশিল্পজাত জিনিসের জন্য মায়ানমারের খ্যাতি রয়েছে। এর মধ্যে চুরুট শিল্প (বার্মার চুরুট জগদ্ধিখ্যাত), তাঁতশিল্প, হাতির দাঁত ও কাঠের কাজ এবং রেশম শিল্প প্রধান।

0 Comments