Advertisements
টিকাকরণ কী ?
উত্তর: দেহকে নির্দিষ্ট রােগের বিরুদ্ধে অনাক্রম্য করার উদ্দেশ্যে টিকা বা প্রতিষেধক দেহে প্রবেশ করানাের পদ্ধতিকে টিকাকরণ বলে। টিকাকরণের মাধ্যমে দেহে দীর্ঘমেয়াদী অনাক্রম্যতা গড়ে ওঠে এবং নির্দিষ্ট রােগজীবাণুর সংক্রমণ রােধ হয়।

0 Comments