Advertisements
মিক্সিডিমা কী ?
» প্রাপ্তবয়স্কের থাইরক্সিনের কম ক্ষরণে দেহের ত্বক পুরু, খসখসে এবং লোমহীন হয়। এ ছাড়াও মাথার চুল উঠে যাওয়া, চোখ-মুখ ফোলা, স্থূল জিহ্বা, BMR কমে যাওয়া, হৃৎস্পন্দন কমে যাওয়া, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখতে পাওয়া যায়। এই রোগলক্ষণগুলিকে একত্রে মিক্সিডিমা বলে।

0 Comments