Advertisements
শিল্পকেন্দ্র হিসাবে দিল্লীর গুরুত্ব উল্লেখ কর।
উত্তর : স্বাধীনতার পর দিল্লীতে বড় বড় বড় শিল্প কেন্দ্র খোলা হয়েছে। ১৯৮২-৮৩ সালে বৃহত্তর দিল্লীতে প্রায় ৫০,০০০ শিল্প গড়ে উঠেছে। লৌহ ঢালাই,ঔষধপত্র রাসায়নিক দ্রব্য, রং ও বার্ণিশ, টেলিভিশন ও রেডিও সেট, ইলেকট্রিকের জিনিসপত্র, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তৈরী পােশাক, বনস্পতির তেলপ্রভৃতি এখানকার গুরুত্বপূর্ণ শিল্প। এছাড়া দিল্লীতে চর্ম ও রবার নির্মিত সামগ্রী, চীনামাটির বাসনপত্র এবং বয়ন শিল্পকেন্দ্র অবস্থিত। দিল্লীর বিখ্যাত কুটীর শিল্পের মধ্যে সােনা, রূপাে ও হাতির দাঁতের কারুকার্য করা জিনিসপত্র, মূল্যবান পাথর, পেতল ও তামার তৈরী সামগ্রী উল্লেখযােগ্য।

0 Comments