Advertisements
শিল্পকেন্দ্র হিসাবে চেন্নাই-এর গুরুত্ব উল্লেখ কর।
উত্তর : চেন্নাইভারতের একটিঅন্যতম শিল্পকেন্দ্র।ঊনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে চেন্নাই-এ শিল্পাঞ্চল গড়েউঠতে থাকে।বস্ত্রবয়ন, রাসায়নিক সার, কাগজ এবংকাগজজাত দ্রব্য, ছাপাখানা এবং তৎসম্পর্কিত শিল্প, ডিজেল ইঞ্জিন, মােটর গাড়ি, বাইসাইকেল, সিমে চিনি, রেলওয়ে যাত্রীবাহী গাড়ি ও মালগাড়ি প্রভৃতি শিল্পের প্রধান এবং সহায়ক শিল্প এই মহানগরে দেখতে পাওয়া যায়।
এছাড়া সরকারী উদ্যোগে পরিচালিত বিভিন্ন কারখানা অথবা সদর দপ্তর চেন্নাইয়ে অবস্থিত। এদের মধ্যে উল্লেখযােগ্য হল ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী, হিন্দুস্থান ফটো-ফিল্ম ফ্যাক্টরী, সারজিক্যাল ইনমেন্ট ফ্যাক্টরী, হিন্দুস্থান টেলিপ্রিস্টারস, চেন্নাই রিফাইনারী, চেন্নাই ফারটিলাইজার প্রভৃতি প্রতিষ্ঠান।

0 Comments