Ad Code

শিল্পকেন্দ্র হিসাবে লক্ষৌ-এর গুরুত্ব বর্ণনা কর।




Advertisements

 শিল্পকেন্দ্র হিসাবে লক্ষৌ-এর গুরুত্ব বর্ণনা কর।

উত্তর : লক্ষ্ণৌ ভারতের একটি অন্যতম শিল্পকেন্দ্র। লগ্নৌ-এর বয়নশিল্প, ধাতু, পাথর ও চামড়ার কারুকার্য, কাঠের কারুকার্য, রেশমবস্ত্র, আতর, যন্ত্রসঙ্গীতের উপকরণপ্রভৃতি কুটির শিল্পভারতবিখ্যাত। এছাড়া সুতি ও পশম বস্ত্র, কাগজ, রাসায়নিক দ্রব্য, কৃষির যন্ত্রপাতি এবং কাচ শিল্প দ্রুত উন্নতি লাভ করেছে। সরকারী উদ্যোগে শিল্পের মধ্যে "দি হিন্দুস্থান এ্ারােনটিকস" (বিমানপােত),আপট্রন ক্যাপসিটর লিমিটেড (বৈদ্যুতিক যন্ত্রপাতি), আপট্রন ডিজিটাল সিসটেম লিমিটেড(ইলেকট্রনিক্স এবং গণনাযন্ত্র) উল্লেখযােগ্য। লক্ষ্ণৌতে একটি স্কুটার তৈরীরকারাখানা আছে (স্কুটারস ইণ্ডিয়া লিমিটেড)।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments