Advertisements
শিল্পকেন্দ্র হিসাবে কানপুরের গুরুত্ব উল্লেখ কর।
উত্তর : বর্তমানে কানপুর উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র। এখানকার চর্ম শিল্প এবং পশম শিল্প বিখ্যাত। এছাড়া কানপুরে যন্ত্রপাতি ও ইঞ্জিনীয়ারিং শিল্প, বিমানপােত নির্মাণ শিল্প এবং কার্পাস, পাট, চিনি ও তৈলশিল্প উন্নতি লাভ করেছে। সরকারী উদ্যোগে চালিতশিল্পের মধ্যে মর্ডান বেকারী(পাউরুটি ও বেকারী শিল্প), ট্যানারী এণ্ড ফুটওয়্যার কর্পোরেশন অফ ইণ্ডিয়া (পাদুকা ও চর্ম শিল্প), দি আর্টিফিসিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইণ্ডিয়া (কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ নির্মাণ শিল্প)
উল্লেখযােগ্য। বেসরকারী উদ্যোগে কানপুরে একটি স্কুটার নির্মাণ শিল্প গড়ে উঠেছে।

0 Comments