Advertisements
মাছের গমনে পাখনার কী ভূমিকা লেখাে।
» পাখনা মাছের গমনে সাহায্য করে। বক্ষপাখনা মাছকে জলে ডুবতে এবং শ্রোণিপাখনা মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে। জলে সাঁতার কাটার সময় পুচ্ছপাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে, অর্থাৎ এটি হালের ন্যায় কাজ করে। পৃষ্ঠপাখনা এবং পায়ুপাখনা মাছের গমনের সময় মাছকে সামনের দিকে এগােতে সাহায্য করে এবং জলে থাকাকালীন মাছের দেহের ভারসাম্য রক্ষা করে।

0 Comments