Ad Code

কোন শহরকে “ভারতের ম্যাঞ্চেস্টার” বলা হয় ও কেন




Advertisements

 কোন শহরকে “ভারতের ম্যাঞ্চেস্টার” বলা হয় ও কেন?

উত্তর : আমেদাবাদ শহরকে "ভারতের ম্যাঞ্চেস্টার" বলা হয়। বস্ত্রবয়ন শিল্পে মুম্বই-এর পরেই

আমেদাবাদের স্থান। একমাত্র আমেদাবাদেই ৭২টি কাপড়ের কল আছে। আমেদাবাদের বস্ত্রবয়ন শিল্পের প্রসার ঘটার কারণ হল : (১)তুলা উৎপাদক অঞ্চল ও বাজারের

কাছাকাছি শিল্প অঞ্চল গড়ে উৎপাদনের খরচ কমাবার জন্যই আমেদাবাদ শিল্পাঞ্চলটি গুজরাটের তুলা উৎপাদক অঞ্চলের কাছাকাছি গড়ে উঠেছে; (২) উৎপন্ন দ্রব্য কাম্বে উপসাগরের বিভিন্ন বন্দরগুলির মাধ্যমে বিদেশে রপ্তানি ও প্রয়ােজনীয় জিনিসপত্র আমদানি করার সুবিধাও আছে। (৩) সুরাট অঞ্চলের অভিজ্ঞ বক্সবয়ন শিল্পীদের কর্মকুশলতা এই শিল্পকে উন্নত করতে যথেষ্ট সাহায্য করেছে। (৪) এছাড়া যােগাযােগের সুব্যবস্থা থাকায় বিক্রয়কেন্দ্র রেলের মারফত সুলভে মাল পৌছানাের সুবিধাও যথেষ্ট রয়েছে। ফলে এখানে ভারতের সর্বাধিক প্রায় ৭২টি সূতা ও বস্ত্রবয়ন কল গড়ে উঠেছে। এজন্য আমেদাবাদকে "ভারতের ম্যাঞ্চেস্টার" বলা হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments