Advertisements
জলপ্রপাত সৃষ্ট হ্রদ :
উত্তর : জলপ্রপাতের জলরাশি বিপুলবেগে নীচে পতিত হয়ে ক্ষয়কার্যের ফলে বিশাল বিশাল হাঁড়ি আকৃতির গহর সৃষ্টি করে। গহ্বরগুলি পার্শ্বক্ষয়ের ফলে পরস্পরের সঙ্গে মিশে গিয়ে কালক্রমে হ্রদের সৃষ্টি করে। মধ্যপ্রদেশের পাঁচমারি অঞ্চলে এই ধরনের হ্রদ দেখা যায়।
0 Comments