Advertisements
বুধের বৈশিষ্ট্য লেখাে।
উত্তর : বুধ গ্রহের বৈশিষ্ট্যগুলি হল -১) সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ। ২) বুধ একটি অন্তঃস্থ গ্রহ। ৩) বুধ হল সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। দূরত্ব প্রায় 5.8 কোটি কিমি। ৪) বুধ তার নিজের অক্ষের চারদিকে ঘুরে আসতে সময় নেয় 58 দিন 17 ঘণ্টা। ৫) এর সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে ৪৪ দিন। ৬) মহাকর্ষ বল কম থাকার কারণে বায়ুমণ্ডল নেই। ৭) এই গ্রহের কোনাে উপগ্রহ নেই। ৮) উন্নতার বিষমতার কারণে বুধগ্রহে প্রাণের অস্তিত্ব নেই।

0 Comments