Advertisements
সৌরজগৎ কাকে বলে ?
উত্তর: আকাশগঙ্গা ছায়াপথের অসংখ্য তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য। প্রায় 460 কোটি বছর আগে সূর্যের উৎপত্তি ঘটে। সূর্যকে কেন্দ্র করে লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ইত্যাদি ঘুরে চলেছে। এইসব কিছু নিয়েই সৃষ্টি হয়েছে। সৌরজগৎ বা সৌর পরিবার।

0 Comments