Ad Code

বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উয়ায়ন সম্পর্কে লেখাে।




Advertisements

বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উয়ায়ন সম্পর্কে লেখাে।

» CBD (Center for Biological Diversity)-4 100, মনুষ্য ক্রিয়াকলাপের সাহায্যে বাতাসে নির্গত বিভিন্ন গ্রিনহাউস গ্যাস বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে এবং এর ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। মনুষ্য ক্রিয়াকলাপের ফলে ধোঁয়া, ধুলাে ইত্যাদি বায়ুতে মিশে বায়ুদূষণ ঘটাচ্ছে, ফলে বায়ুর স্বচ্ছতা কমে যাচ্ছে। ফলস্বরূপ পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলাে পৃথিবীতে পৌছােচ্ছে না। বায়ুমণ্ডলের পরিবর্তন ঘটছে, আর এই পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মানুষ-সহ বিভিন্ন জীবের দেহে পড়ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রোজেন অক্সাইড, জলীয় বাষ্প, ক্লোরােযফ্লুয়োেরােকার্বন প্রভৃতি মাত্রাতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যা ভূপৃষ্ঠ থেকে তাপকে মহাশূন্যে যেতে বাধা দেয়। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যায়, একে বিশ্ব উন্নয়ন (Global warming) বলে। এই ঘটনার ফলে বিগত একশাে বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 0.6°C বেড়েছে। এইভাবে পৃথিবীর তাপমাত্রা যদি আর 2-4.5°C বেড়ে যায়, তবে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাবে, বিভিন্ন অঞ্চলের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাবে এবং সাইক্লোন, টর্নেডাে ইত্যাদির সম্ভাবনা বাড়বে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments