জীববৈচিত্র্য হ্রাসে জলবায়ুর পরিবর্তন এবং দূষণের ভূমিকা লেখাে।
> জীববৈচিত্র্য হ্রাসে জলবায়ুর পরিবর্তনের ভূমিকা হল গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের ফলে বহু প্রজাতি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের ফলে তুন্দ্রা বাস্তুতন্ত্র, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এবং কোরাল রিফ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব বাস্তুতন্ত্রে বসবাসকারী বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হচ্ছে। এবং এর ফলে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এ ছাড়া সমুদ্রে অঙ্গীকরণের মাধ্যমে কোরাল রিফ, বিভিন্ন মৎস্য প্রজাতি এবং সামুদ্রিক বিরল প্রজাতির ক্ষতি হচ্ছে।
জীববৈচিত্র্য হ্রাসে দূষণের ভূমিকা
পৃথিবী জুড়ে বায়ুদূষণ, জলদূষণ ও মৃত্তিকাদূষণের ঘটনা দিন দিন বাড়ছে। এর ফলে পরিবেশের বিভিন্ন বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি ধ্বংসের সম্মুখীন। পতঙ্গনাশক ও পেস্টনাশক মিশ্রিত জল মাছ থেকে পাখির দেহে যায় এবং তাদের মৃত্যু ঘটায়। জলে পরিপােষকের পরিমাণ বৃদ্ধি পেলে জলে বসবাসকারী বিভিন্ন জীবপ্রজাতির সমূহ ক্ষতি হয়।
0 Comments