Advertisements
বনজ সম্পদ কাকে বলে ?
উত্তর: অরণ্য বা বন থেকে প্রয়ােজনীয় যে সম্পদ পাওয়া যায়, যা মূলত মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলিকে বনজ সম্পদ বলে। যেমন মধু, মােম, আঠা, ভেষজ ওষুধ, গাছের তেল, জ্বালানি ও আসবাবপত্র, যানবাহন তৈরির মূল্যরান কাঠ প্রভৃতি।

0 Comments