Advertisements
স্পেস শাটল কী ?
উত্তর: এক বিশেষ ধরনের মহাকাশযান হল স্পেস শাটল। এটি মহাকাশ থেকে ফেরার সময় নিরাপদে এরােপ্লেনের মতাে রানওয়েতে নামতে পারে। এ ছাড়া, এই স্পেস শাটল-এর মাধ্যমে মহাকাশে যন্ত্রপাতি, খাবার প্রভৃতি পাঠানাে হয়। যেমন-নাসার স্পেস শাটল 'কলম্বিয়া।

0 Comments