Ad Code

পরিবেশ সংরক্ষণে আইনসমূহগুলি কী কী?




Advertisements

 পরিবেশ সংরক্ষণে আইনসমূহগুলি কী কী?

উত্তর- ১৯৭২ সালে বসুন্ধরা সম্মেলনের পর পরিবেশ সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে ধারাবাহিক ভাবে নিম্নলিখিত আইনগুলি ভারতে চালু হয়।


(১) বন্যপ্রাণী নিয়ন্ত্রণ আইন, ১৯৭২, সংশােধন ১৯৮৩, ১৯৮৬ এবং ১৯৯১। 

(2) বনসংরক্ষণ আইন, ১৯৮০, সংশােধন ১৯৮৮।

(3) জলদুষণ ও নিয়ন্ত্রণ আইন, ১৯৭৪, সংশােধন ১৯৭৮ ও ১৯৮৮।

(4) বায়ুদূষণ ও নিয়ন্ত্রণ আইন, ১৯৮১, সংশােধন ১৯৮৭।

(৫) পরিবেশ রক্ষা আইন, ১৯৮৬।

(৬) মােটরযান আইন, ১৯৩৮, সংশােধন ১৯৮৮।

(৭) জনদায়বদ্ধতা বীমা আইন, ১৯৯১।

(৮) শিল্প সংশােধনী আইন, ১৯৮৭।

(৯) পরিবেশ প্রভাব মূল্যায়ন আদেশনামা, ১৯৯৪।

(১০) বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামা; ১৯৯৪।

(১১) উপকূল ভাগ অঞ্চল নিয়ন্ত্রণ আদেশনামা, ১৯৯১; সংশােধন ১৯৯৪ এবং ১৯৯৭।

(১২) পরিবেশ হিসাব পরীক্ষা আদেশনামা, ১৯৯৭।

(১৩) জনতার আবেদন শুনানি আদেশনামা, ১৯৯৭।

(১৪) জাতীয় পরিবেশ আবেদন শুনানি কর্তৃপক্ষ, ১৯৯৭।


(১৫) উপকূল অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ১৯৯৮


(১৬) জীব বৈচিত্র আইন, ২০০৩।


১৯৭২ সালের আগেকার আইনসমূহ :


(ক) ভারতীয় বয়লার আইন, ১৯২৩


(খ) ভারতীয় বন আইন, ১৯২৭


(গ) খনি ও খনিজ আইন, ১৯৪৭


(ঘ) ফ্যাক্টরিস আইন, ১৯৪৮


(ঙ) শিল্প (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৫১


(চ) রিভার বাের্ডস আইন, ১৯৫৬


(ছ) মার্চেন্ট শিপিং (সংশােধন) আইন, ১৯৭০


(জ) অ্যাটমিক এনার্জি আইন, ১৯৬২


(ঝ) তেজস্ক্রিয়তা রক্ষা আইন, ১৯৭১


(এ) কীটনাশক আইন, ১৯৬৮

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments