Advertisements
গ্রহ কাকে বলে ?
উওর: যেসকল জ্যোতিষ্ক নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে, তাদের গ্রহ বলে। গ্রহদের নিজস্ব কোনাে আলাে কিংবা উত্তাপ নেই। সৌরজগতের গ্রহরা সূর্যের আলােতে আলােকিত ও উত্তপ্ত হয়। যেমন—সূর্যের আটটি গ্রহ আছে।

0 Comments