Advertisements
জলাভূমিকে প্রকৃতির বৃক্ক’ বলা হয় কেন?
### বৃক্ক যেমন রক্তকে পরিস্তুত করে দেহ থেকে রেচন পদগুলিকে বাইরে বের করে দেয়, জলাভূমি তেমনই পৃথিবীর হাইকোর্বন জাতীয় দীর্ঘশৃঙ্খল যৌগকে ভেঙে সরল যৌগে পরিণত করে, ভারী ধাতু শােষণ করে, জলে অক্সিজেনের জোগান বাড়িয়ে জীবাণু ধ্বংস করে ফলে পরিবেশ পরিশ্রুত হয়। এজন্য জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলে।
0 Comments