Advertisements
অঙ্গজ বংশবিস্তারের সুবিধাগুলি লেখাে।
অঙ্গজ বংশবিস্তারের সুবিধা
**অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে একই বৈশিষ্ট্যসম্পন্ন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়।
** অঙ্গজ জননের মাধ্যমে কম সময়ে অনেক বেশি সংখ্যক উদ্ভিদ সৃষ্টি করা যায়।
** অঙ্গজ জননের মাধ্যমে কম সময়ে অপত্য উদ্ভিদ থেকে ফলন পাওয়া যায়।
** বছরের যে-কোনাে সময় কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে উন্নত জাতের নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়।
** যেসব উদ্ভিদে বীজের সুপ্তদশা প্রলম্বিত সেসব উদ্ভিদে অঙ্গজ জনন খুবই কার্যকারী।
** অঙ্গজ জনন সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদকে বংশ- বিস্তারের জন্য পরাগমিলন,
** বীজ ইত্যাদির ওপর নির্ভর করতে হয় না। বন্ধ্যা উদ্ভিদেও বংশবিস্তার সম্ভব হয়।
** বীজহীন উদ্ভিদে কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার সম্ভব।
** পুরাতন বৈশিষ্ট্যের সংরক্ষণ হয়।

0 Comments