Advertisements
নিকটবদ্ধ দৃষ্টি বা মায়ােপিয়া কাকে বলে ?
* চক্ষুগােলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে সৃষ্টি হয়, এর ফলে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে, একে নিকটবদ্ধ দৃষ্টি বা মায়ােপিয়া বলে। অবতল লেন্সের চশমা ব্যবহারে এই রােগ সারে।

0 Comments