তরাই বনভূমি কাকে বলে ?
উত্তর - হিমালয়েরঅসংখ্য খরস্রোতানদীপর্বতের পাদদেশেনুড়ি, পাথর, বালুকা সঞ্চয় করে যেঢালুপাদদেশসংলগ্ন সমভূমি গঠন করেছে, তার স্থানীয় নাম তরাই অঞ্চল। আর এই অঞলে যে বনভূমি গড়ে উঠেছে, তাকে তরাই বনভূমি বলে।
0 Comments