Advertisements
ধ্রুবতারা কী ?
উত্তর: উত্তর আকাশে উজ্জ্বল নক্ষত্রটিকে ধ্রুবতারা বলা হয়। ধ্রুবতারাকে উত্তর আকাশে সারাবছর একটি নির্দিষ্ট স্থানে দেখা যায়। এইজন্য এই তারাকে দেখে অন্ধকার রাতে দিক ঠিক করা যায়। পূর্বে নাবিকেরা ধ্রুবতারা দেখে দিকনির্ণয় করতেন।

0 Comments