Advertisements
প্রাচীনকালে দক্ষ মানুষরা কেমন ছিল ? অথবা, হােমাে হাবিলিসদের সম্পর্কে কী জানা যায় ?
উত্তর: পুরােনাে দক্ষ মানুষদের পরিচয়
## আনুমানিক ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগে হােমাে । হাবিলিসবা দক্ষ মানুষদের উদ্ভব ঘটে।
## এরা দলবদ্ধভাবে থাকত এবং হাঁটতে পারত। তারা ফলমূলের পাশাপাশি কাঁচা মাংসও খেত।
## এরাই প্রথমপাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহারকরার জন্য একটি পাথরের টুকরােকেআর-একটি পাথর দিয়ে আঘাত করত।
0 Comments