Advertisements
হােমাে ইরেকটাস বা দণ্ডায়মান মানুষদের সম্পর্কে কী জানা যায় ?
উত্তর: হােমাে ইরেকটাস মানুষদের পরিচয় সম্বন্ধে নিম্নে আলােচনা করা হল
# আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার বছর আগে হােমাে ইরেকটাস বা দণ্ডায়মান মানুষদের উদ্ভব ঘটে।
# এরা দু-পায়ে ভর দিয়ে সােজা হয়ে দাঁড়াতে পারত এবং দলবদ্ধভাবে গুহায় বসবাস করত।
# এরা একসঙ্গে পশু শিকারে যেত।
0 Comments