Advertisements
ভিট্রিয়াস হিউমর কাকে বলে ? এর কাজ কী ?
লেন্স এবং রেটিনার মাঝে যে-প্রকোষ্ঠটি থাকে, তাকে ভিট্রিয়াস প্রকোষ্ঠ বলে। এই ভিট্রিয়াস প্রকোষ্ঠটি একটি স্বচ্ছ জেলির মতাে ঘন তরল দ্বারা পূর্ণ থাকে, একে ভিট্রিয়াস হিউমর বলে।
ভিট্রিয়াস হিউমর-এর কাজ
এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের ভিতরের চাপ নিয়ন্ত্রণ করে।
0 Comments