Advertisements
লেন্স এবং করনিয়ার মাঝে যে-প্রকোষ্ঠটি থাকে, তাকে অ্যাকুয়াস প্রকোষ্ঠ বলে। এই অ্যাকুয়াস প্রকোষ্ঠে অবস্থিত জলীয় পদার্থটিকে অ্যাকুয়াস হিউমর বলে।
অ্যাকুয়াস হিউমর-এর কাজ
এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং লেন্স ও করনিয়াকে পুষ্টি সরবরাহ করে।
0 Comments