Advertisements
এপ থেকে কীভাবে মানুষের উৎপত্তি হল ?
উত্তর: পৃথিবীতে একসময় আবহাওয়ার পরিবর্তন হলে গাছপালার সংখ্যা কমে যেতে থাকে। তখন এপ- রা খাবারের সন্ধানে গাছ থেকে মাটিতে নেমে আসে। তারা দু-পায়ে দাঁড়ানাের চেষ্টা করতে থাকে। দীর্ঘদিনের নানারকম প্রচেষ্টায় তাদের শরীরের নানা পরিবর্তন ঘটে। এভাবেই এপ থেকে ধীরে ধীরে বিবর্তনের মধ্যদিয়ে আদিম মানুষের সৃষ্টি হয়।
0 Comments