প্রাণীরা কীভাবে উদ্দীপনায় সাড়া দেয় ?
প্রাণীদেহে পরিবেশ থেকে আসা বা দেহের অভ্যন্তরে সৃষ্ট বিভিন্ন বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রাহক দ্বারা গৃহীত হয়। গ্রাহক থেকে এই উদ্দীপনা অন্তর্বাহী বা সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুকেন্দ্রে পৌছােয়। এই স্নায়ুকেন্দ্র থেকে সৃষ্ট সাড়া বা রেসপন্স পুনরায় চেষ্টীয় বা বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কারক অঙ্গ বা ইফেক্টরে আসে, ফলে কারক অঙ্গ (পেশি ও গ্রন্থি) উদ্দীপিত হয় এবং তখনই প্রাণীরা ওই উদ্দীপনায় সাড়া দেয়। গ্রাহক ও কারকের মধ্যে স্নায়ু উদ্দীপনা পরিবহণকারী কোশগুলি হল নিউরােন বা স্নায়ুকোশ, এরাই স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকা নানান ঘটনা, যেমন কলিং বেল বাজলে দরজা খােলা, দেহে ছুঁচ ফোটালে যন্ত্রণা অনুভূত হওয়া, গরম বস্তুতে হাত লাগলে তৎক্ষণাৎ হাত সরিয়ে নেওয়া প্রভৃতি নানা ঘটনায় স্নায়ুপথটি নিম্নরূপ
উদ্দীপক == গ্রাহক⇒ অন্তর্বাহী বা সংজ্ঞাবহ স্নায়ু = স্নায়ুকেন্দ্র = বহির্বাহী স্নায়ু = কারক = সাড়াপ্রদান।
0 Comments