Advertisements
উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন জৈব আম্লিক হরমােন হল- জিব্বেরেলিন।
জিব্বেরেলিনের বৈশিষ্ট্য
- টারপিনয়েড গােষ্ঠীভুক্ত অম্লজাতীয় জৈব পদার্থ। এর রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড 3 বা GA; ।
- নাইট্রোজেনবিহীন একপ্রকার প্রাকৃতিক উদ্ভিদ হরমােন। এটি জিব্বেন নামক কার্বন কাঠামাে দ্বারা গঠিত।
- জিব্বেরেলিন জাইলেম ও ফ্লোয়েমের মধ্য দিয়ে উদ্ভিদের সব অংশে পরিবাহিত হয়।
- জিব্বেরেলিন জলে দ্রাব্য এবং এর পরিবহণও ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে।
- ক্রেবসচক্রে উৎপন্ন অ্যাসিটাইল CoA থেকে সংশ্লেষিত হয়।
- উদ্ভিদের সকল অঙ্গের বৃদ্ধির জন্য একই ঘনত্বের জিব্বেরেলিনের প্রয়ােজন হয় না, তবে এটি খুব কম ঘনত্বে কাজ করে।
0 Comments