» সাইটোকাইনিনের প্রধান প্রধান কাজগুলি হল -
কোশ বিভাজন: সাইটোকাইনিন কোশের সাইটোপ্লাজমের বিভাজন ঘটায়। এটি নিষ্ক্রিয় কাইনেজ উৎসেচককে সক্রিয় কাইনেজে রূপান্তরিত করে এবং কোশচক্রের S দশায় DNA -এর প্রতিলিপিকরণকে উদ্বুদ্ধ করে।
বীজের অঙ্কুরােদগম ও সুপ্তাবস্থা ভঙ্গ করা:
তামাক, লেটুস, জ্যান্থিয়াম প্রভৃতি বীজের অঙ্কুরােদগম ও সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাইটোকাইনিন সাহায্য করে।
কাক্ষিক মুকুল: এটি উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। অগ্রস্থ প্রকটতা রােধ করে।
অঙ্গাণু গঠন: এটি উদ্ভিদকোশে প্রাে-প্লাস্টিড থেকে প্লাস্টিড গঠনে সাহায্য করে।
জরা রােধ: এই হরমােন উদ্ভিদের জরা বা বার্ধক্যকে বিলম্বিত করে। বিচ্ছিন্ন করা পাতাতে সাইটোকাইনিন প্রয়ােগ করলে ক্লোরােফিল তাড়াতাড়ি বিনষ্ট হয় না, তাই পাতাবাহার গাছকে দীর্ঘদিন তাজা রাখতে এই হরমােন প্রয়ােগ করা হয়।
পর্ণমােচন রােধ ও পাতার বৃদ্ধি: পর্ণমােচন রােধ করে হরমােনটি পাতার স্বাভাবিক বৃদ্ধি ও সবুজ বর্ণ বজায় রাখতে সাহায্য করে।
0 Comments