Ad Code

কবে এবং কীভাবে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা হয়?




Advertisements

 উত্তরঃ ১৯৪৮ খ্রিঃ চিয়াং-কাই-ফোক কুও-মিন-টাং গণমুক্তি ফৌজের হাতে বন্দি হয়। ১৯৪৯ খ্রিঃ জানুয়ারি মাসে গণমুক্তি ফৌজ পিকিং দখল করে নেয়। অনন্যোপায় চিয়াং-কাই-শেক রাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়ে লি-সাং-জেন (Li Sung Jen) কে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেন। চিয়াং এই সময় কমিউনিস্ট ও কুয়োমিনটাং-এর মধ্যে সমগ্র চিন দেশ বণ্টনের প্রস্তাব দেন। কিন্তু চিনের কমিউনিস্ট পার্টি এই প্রস্তাব প্রত্যাখান করে এবং গণমুক্তি ফৌজ কুয়ােমিনটাং-এর রাজধানী নানকিং অধিকার করে নেয়। এইভাবে ১৯৪৯ খ্রিঃ মধ্যে চিনের সব অঞ্চল কুয়ােমিনটাং-এর অধিকারে আসে এবং ১লা অক্টোবর চিনে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই গণপ্রজাতন্ত্রী সরকারের সভাপতি হন মাও-সে-তুং। 

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments