Advertisements
আবদ্ধ পাত্রে গ্যাসীয় কণাগুলি সতত সঞরণশীল, কণাগুলি (অণুসমূহ) নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালে সর্বদা সংঘর্ষ করে। প্রতি একক ক্ষেত্রফলে পাত্রের দেয়ালে যে মােট সংঘর্ষ সৃষ্টি হয় তার পরিমাপ করে গ্যাসের চাপ বের করা হয়। প্রতি একক ক্ষেত্রফলে (পাত্রের দেয়ালে) অণুগুলির প্রদত্ত বলকে চাপ বলা হয়। সংঘর্ষ সংখ্যা ও গ্যাসের চাপ পরস্পর সমানানুপাতিক হয়। একটি ঘনকে আবদ্ধ গ্যাসের চাপ হবে = F(বল) /6l ² [ঘনকের দৈর্ঘ্য,প্রস্থ ও উচ্চতা = l]।

0 Comments