একটি বদ্ধ পাত্রে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু গ্যাস ভরা আছে। এখন পাত্র থেকে কিছু গ্যাস পাম্প করে বের করে দিয়ে চাপ কমানাে হল। গ্যাসের তাপমাত্রা কি চালর্সের সূত্রানুসারে হ্রাস পাবে ?
Advertisements
না, চালর্সের সূত্র নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযুক্ত হয়। এখানে গ্যাসের ভর পরিবর্তিত হয়েছে। তাই এক্ষেত্রে চালর্সের সূত্র প্রযুক্ত হবে না।
0 Comments