Advertisements
বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মধ্যে
পরনিষেক ঘটালে প্রথম অপত্য জনুতে (F1) মে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না, কিন্তু দ্বিতীয় অপত্য জনুতে (F2) প্রকাশ পায়, তাকে প্রচ্ছন্ন গুণ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।
উদাহরণ- মটর গাছের একসংকর জননের পরীক্ষায়
একটি বিশু লম্বা ও একটি বিশুখ বেঁটে গাছের সংকরায়ণে F1 জনুতে বেঁটে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়
না। যদিও ওই বৈশিষ্ট্যটি সংকর লম্বা গাছগুলির মধ্যে বিদ্যমান থাকে। এখানে বেঁটে বৈশিষ্ট্যটি হল প্রচ্ছন্ন গুণ এবং এর জন্য দায়ী জিনটি হল প্রচ্ছন্ন জিন।

0 Comments