Advertisements
কোনাে জীবের জিনগত গঠন বৈশিষ্ট্যকে বা জিন সংযুক্তিকে জিনােটাইপ বলে। হােমােলােগাস ক্রোমোজোম নির্দিষ্ট লােকাসে অবস্থিত অ্যালিলদ্বয়ের ওপর জিনােটাইপ নির্ভর করে। জিনােটাইপ বাইরে থেকে দেখা যায় না। এটি দু-প্রকার হােমােজাইগাস ও হেটেরােজাইগাস হয়। উদাহরণ: বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত লম্বা মটর গাছের জিনােটাইপ হল TT অর্থাৎ, এর কোনো নির্দিষ্ট হােমােলােগাস ক্লোমােজোমের নির্দিষ্ট লােকাসদ্বয়ে T-এর জিনটি অবস্থিত।

0 Comments