কোনাে লাল ফুলকে সবুজ কাচ দিয়ে দেখলে কেমন দেখাবে ? ব্যাখ্যা করাে।
Advertisements
একটি লাল ফুল কেবলমাত্র লাল আলাে প্রতিফলিত করে, অন্য রঙের আলােগুলি শােষণ করে। তাই আমরা প্রতিফলিত লাল রঙে ফুলটিকে লাল দেখি। যদি ফুলটি সবুজ কাচের মধ্য দিয়ে দেখা যায়, সবুজ কাচ ওই লাল রংকে শােষণ করে নেবে, আমাদের চোখে পৌঁছােতে দেবে না। ফলে ফুলটিকে কালাে দেখাবে।
0 Comments