Ad Code

কারাকোরাম পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত পরিচয় দাও।




Advertisements

 কাশ্মীরে লাভাক পর্বতশ্রেণীর উত্তর-পূর্বে আর একটি উল্লেখযােগ্য পর্বতশ্রেণী আছে। এর নাম কারাকোরাম পর্বতশ্রেণী। টেথিস সাগরে সঞ্চিত পলি থেকে হিমালয় ও লাড়াক পর্বতশ্রেণী সৃষ্টির সময় এই কারাকোরাম পর্বতশ্রেণীরও উত্থান ঘটেছিল। এই পর্বতশ্রেণীটি প্রায় ৪০০ কিমি. দীর্ঘ। এখানে কতকগুলি সুউচ্চ শৃঙ্গ আছে, যেমন—গডউইন অস্টিন বা Ky, হিডনপিক, ব্রডপিক প্রভৃতি। এগুলির মধ্যে গডউইন অস্টিন বা K, (৮,৬১১ মি.) ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। কেবল সুউচ্চ শৃঙ্গের জন্যই কারাকোরাম বিখ্যাত নয়, এখানে অনেকগুলি হিমবাহ আছে, যেমন—সিয়াচেন, হিসপার, বালটোরা, রিমাে প্রভৃতি। এগুলির মধ্যে সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। সুউচ্চ কারাকোরামের শৃঙ্গসমূহ সবসময় তুষারাবৃত থাকে বলে এই পর্বতশ্রেণীকে বসুধার ধবলশীর্ষ' বলে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments