Q- ব্রহ্মপুত্র নদে প্রায় বন্যা হয় কেন?
অথবা, অসমে প্রতি বছর বন্যা হয় কেন?
উত্তরঃ অসমের প্রধান নদ ব্রহ্মপুত্র। প্রায় প্রতি বছরই বর্ষাকালে এই ব্রহ্মপুত্র নদে প্রবল জলোচ্ছ্বাস হয়, ফলে অসমের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে। প্রকৃতপক্ষে, ব্রহ্মপুত্র নদ অসমের যে অংশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেখানে ভূমির ঢাল খুবই কম। এজন্য ব্রহ্মপুত্র নদের গতি অত্যন্ত ধীর এবং পলি বহন ক্ষমতা সামান্য। তাই ব্রহ্মপুত্র এবং তার উপনদীগুলি তাদের উর্ধ্প্রবাহ অঞ্চল থেকে যে পরিমাণ পলি বহন করে আনে তার সিংহভাগই এখানকার নদীখাতে জমা হয়। এইভাবে বহু বছর ধরে পলি সঞ্চিত হওয়ার ফলে ব্রহ্মপুত্র নদের গভীরতা বর্তমানে যথেষ্ট হ্রাস পেয়েছে। আবার, গ্রীষ্ম-বর্ষাকালে সাংপাে নদী যখন তিব্বতের উর্ধ্ব প্রবাহ অঞ্চল থেকে প্রচুর পরিমাণে বরফগলা জল বহন করে আনে, সেই সময় অসমেও প্রবল বর্ষণ হয়। অগভীর ব্রহ্মপুত্রের খাতে যখন ঐ বরফগলা জল ও বৃষ্টির জল এসে পড়ে, তখন তা বহন করার ক্ষমতা ব্রহ্মপুত্রের থাকে না। ফলে দুকূল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়।

0 Comments