Ad Code

হিমালয়ের সর্বদক্ষিণের পর্বতশ্রেণীটির সংক্ষিপ্ত পরিচয় দাও।




Advertisements

 হিমালয়ের সর্বদক্ষিণের পর্বতশ্রেণীটির নাম শিবালিক বা বহিঃহিমালয়। প্রায় ৩০ লক্ষ বছর আগে হিমালয়ে তৃতীয়বার প্রবল ভূ-আলােড়নের সময় টেথিস, হিমাদ্রি ও হিমাচলতিনটি পর্বতশ্রেণী আরও উচু হয়ে যায়। এরপর শুরু হয় বরফের যুগ। বড় বড় হিমবাহ হিমালয়কে ভীষণভাবে ক্ষয় করতে শুরু করে। ক্ষয়িত পাথর, কাকর, নুড়ি ইত্যাদি সুপাকারে পর্বতের পাদদেশে জমা হয়। প্রায় ১০ লক্ষ বছর আগে চতুর্থবার প্রবল ভূ-আলােড়নের সময় এগুলিই ওপরে উঠে শিবালিক পর্বতশ্রেণী সৃষ্টি করে। এই পর্বতশ্রেণীটি গড়ে ৬০০ থেকে ১,৫০০ মিটার উচু এবং ১০ কিমি. থেকে ৫০ কিমি. চওড়া। পশ্চিম হিমালয়ের জম্মু পাহাড়, মুসৌরী পাহাড় প্রভৃতি শিবালিক পর্বতশ্রেণীর অন্তর্গত।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments