Advertisements
বৈদ্যুতিক সরঞ্জামের গুণগত মান অর্থাৎ অধিক দক্ষতাসম্পন্ন বৈদ্যুতিক সরঞ্জামকে চিহ্নিত করার জন্য তার ওপর 1 থেকে 10টি স্টার (star) চিহ্ন খােদাই করা হয়। একে স্টার রেটিং (star rating) বলে। যে সরঞ্জামের ওপর বেশি সংখ্যক স্টার থাকবে সেই সরঞ্জামটি বেশি দক্ষতাসম্পন্ন।

0 Comments