Advertisements
মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ভাইগাই, পেনার, তম্রপর্ণী প্রভৃতি দাক্ষিণাত্য মালভূমির উল্লেখযােগ্য নদী। এসে নদী দাক্ষিণাত্য মালভূমির বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং শেষে বঙ্গোপসাগরে মিশেছে। নদীগুলি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে কারণ দাক্ষিণাত্য মালভূমি পশ্চিম থেকে পূর্বে ঢালু।

0 Comments