বালোচক্রের চুম্বকের মেরু দুটির অবস্থান উলটে দেওয়া হলে এবং তড়িৎপ্রবাহমাত্রা বৃদ্ধি করা হলে চক্রের ঘূর্ণনের কী পরিবর্তন হতে পারে
Advertisements
বালোচক্রের চুম্বকের মেরুদুটির অবস্থান উলটে দেওয়া হলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বিপরীত হয়ে যাবে। বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহমাত্রার মান ও অভিমুখ অপরিবর্তিত থাকলে বার্লোচক্র একই বেগে কিন্তু বিপরীত দিকে ঘুরবে। বালোচক্রের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রার অভিমুখ অপরিবর্তিত রেখে মান বৃদ্ধি করলে প্রযুক্ত বলের মান সমহারে বৃদ্ধি পায়, ফলে চক্রটি আরও দ্রুত বেগে ঘুরবে।
0 Comments