Advertisements
কোনাে বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে অর্থাৎ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার পরিবর্তন হলে কুণ্ডলীর মধ্যে যে তড়িৎপ্রবাহ ঘটে, তাকে আবিষ্ট তড়িৎপ্রবাহ বলে।
একটি মুক্ত পরিবাহী ও একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকলে পরিবাহীতে যে তড়িৎচালক বলের উদ্ভব ঘটে, তাকে আবিষ্ট তড়িৎচালক বল বলে।

0 Comments