Advertisements
যে নির্দিষ্ট পথ ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, সেই পথটিকে বলে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ। এই কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার এবং পরিধি প্রায় ৯৬ কোটি কিমি.। পৃথিবীর কক্ষপথটি যে সমতলে আছে, তাকে বলে পৃথিবীর কক্ষতল। পৃথিবীর কেন্দ্র এবং সুর্যের কেন্দ্র একই কক্ষতলে অবস্থিত।
0 Comments