Advertisements
পৃথিবী গােলাকার বলে এখানে দিন-রাত্রির যে বিভিন্ন অবস্থা দেখা যায়, সেগুলির মধ্যে প্রভাত ও সন্ধ্যা অন্যতম। আবর্তনের সময় পৃথিবীর যেসব স্থান অন্ধকার থেকে ছায়াবৃত্ত পেরিয়ে আলােয় আসে, সেখানে হয় প্রভাত। এর বিপরীত দিকের স্থানটি তখন আলাকিত অংশ থেকে ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকারে প্রবেশ করে, ফলে সেখানে হয় সন্ধ্যা।

0 Comments