Advertisements
0°C থেকে 15°C পর্যন্ত আয়তন মাপার জন্য থার্মোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে কী হবে ?
উত্তর : উত্তর পরিবর্তনে যে সমস্ত তরলের আয়তন
প্রসারণ সমভাবে হয়, উড়তা মাপার জন্য থার্মোমিটারে সেই সব তরল ব্যবহার করা হয়, যেমন পারদ। কিন্তু জল 0°C থেকে 4°C পর্যন্ত আয়তনে না বেড়ে সংকুচিত হয় এবং 4°C-এ থার্মোমিটারে জলস্তম্ভ অনেকটা নেমে যায়। এরপর উয়তা বাড়ালে জলের আয়তন বাড়ে। দেখা যায় ০°C -এ থার্মোমিটারে জল স্তম্ভের উচ্চতা এবং ৪°C-এ জলস্তম্ভের উচ্চতা প্রায় সমান। সুতরাং থার্মোমিটারে 0°C-এ যে পাঠ দেবে, ৪°C-এও সেই একই পাঠ দেবে। তাই ০°C থেকে 15°C পর্যন্ত উষ্ণতা মাপার জন্য থার্মোমিটারে জলকে উয়তামাপক পদার্থ হিসেবে ব্যবহার করলে উষ্ণতা মাপা ত্রুটিপূর্ণ হবে।
0 Comments